সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ২১.১০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে এর দর দাঁড়ায় ২৩.২০ টাকায়। অর্থাৎ আজ বে লিজিংয়ের শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.৩২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯.০৯ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯.০২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৮.৫৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৫০ শতাংশ, মাইডান্সিং ফাইন্যান্সের ৮.১০ শতাংশ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.০২ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস