শেয়ার দর পতনের শীর্ষে ইমাম বাটন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৭ ১৮:৫০:৩৫
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৪ বারে ২২ হাজার ৫৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ ৮৯ হাজার টাকা।
ডিএসইতে পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাভার রিফ্রাক্টরিজ ৯.৯৬ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৯.৮৫ শতাংশ, মেঘনা পেটের ৯.৭৮ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৯.৭৭ শতাংশ, দুলামিয়া কটনের ৮.৯৪ শতাংশ, সমতা লেদার কমেপ্লেক্সে ৮.৫৫ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৭.৮৩ শতাংশ, তু হাই নিটিং এন্ড ডাইংয়ের ৭.১৪ শতাংশ ও বিচ হ্যাচারির ৬.৭১ শতাংশ দর কমেছে।
সান বিডি/এসকেএস