‘লাদেনের দেহরক্ষীকে’ সৌদিকে ফেরত দিল যুক্তরাষ্ট্র
প্রকাশ: ২০১৫-০৯-২৩ ১১:২৯:২৭
ওসামা বিন লাদেনের দেহরক্ষী সন্দেহে আটক আব্দুল শালাবি (৩৯) নামে এক ব্যক্তিকে সৌদি আরবে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। ঐ ব্যক্তি ২০০২ সাল থেকে গুয়ানতানামো বেতে মার্কিন কারাগারে আটক ছিলেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুল শালাবি আল কায়েদার একজন সক্রিয় সদস্য ছিলেন। ২০০১ সালে পাকিস্তানি বাহিনী তাকে আটক করে। এরপর কিউবার গুয়ানতানামো বে কারাগারে তাকে পাঠিয়ে দেওয়া হয়।
শালাবির আইনজীবীরা জানান, আটকের পর গত ১০ বছর ধরে অনশন করছেন তিনি। জীবনের শেষ দিনগুলো পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে চান তিনি।
তারা জানান, আব্দুল শালাবির বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার কোনো অভিযোগ আনা হয়নি। তবে সৌদি আরবে যাওয়ার পর তাকে সেখানে পুনর্বাসন কেন্দ্রে কিছুদিন সময় কাটাতে হবে।
কিউবার গুয়ানতানামো বে কারাগারে এখন আরও ১১৪ জন বন্দি আছে। এদরে মধ্যে ৫২জনকে অন্যান্য দেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭ সালে নিজের প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার আগেই ওই কারাগার বন্ধ করে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তার ওই পরিকল্পনার বিরোধিতা করছে কংগ্রেস।