
বিশ্বের সুনামধন্য প্রতিষ্ঠান এলজির মনিটরে সেবা আরও ভালোবাবে দিতে চায় বাংলাদেশর একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এই জন্য সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন এলজি ইলেকট্রনিক্স এর কাস্টমার সার্ভিস প্রধান রোনাল্ড লিম এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্সের লিগ্যাল জেনারেল কাউন্সেল মিস জেসলিন, প্রোকিউরমেন্ট ম্যানেজার জিয়াম ফানকাই, এলজি বাংলাদেশের সার্ভিস প্রধান মনোয়ার হোসেন এবং প্রোডাক্ট ম্যানেজার আশিকুল ইসলাম। অন্যদিকে চ্যানেল জেনারেল ম্যানেজার সমীর কুমার দাশ, সার্ভিস হেড আখতারুন নবী শাহীন, প্রোডাক্ট ম্যানেজার এএসএম পারভেজ, বিডিএম মোঃ আনিসুর রহমান তানিনসহ প্রমূখ।
গ্লোবালের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান প্রতিযোগীতার বাজারে প্রতিটি পণ্যের সুদৃঢ় অবস্থানের জন্য বিক্রয়োত্তর সেবা খুব গুরত্বপূর্ন ভূমিকা পালন করছে। কারণ রিলেশনশীপ ব্যবসায়টি এখন অনেকটা বিক্রয়োত্তর সেবার উপর নির্ভর করে।
সুদীর্ঘ ২২ বছর ধরে সফলতার সাথে বাংলাদেশের স্বনামধন্য আইটি কোম্পানী হিসেবে গ্লোবাল ব্র্যান্ড তাদের পরিবেশিত পণ্য এলজি মনিটর বাজারজাত করে আসছে। সফলতার সাথে ক্রেতাদের বিক্রয়োত্তর সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে ও আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছে এলজি মনিটর এর একমাত্র এই পরিবেশক কোম্পানিটি। যেখানে ক্রেতাদের স্বচ্ছতা ও আধুনিকতার মাধ্যমে এলজি মনিটর এর বিক্রয়োত্তর সেবা আরো দ্রুততার সাথে প্রদান করা হবে।