৬০০ কোটি টাকায় নতুন ইউনিট স্থাপন করবে এমআই সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৯ ০৯:২৪:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের এমআই সিমেন্ট ফ্যাক্টরি (ক্রাউন সিমেন্ট) উৎপাদন বাড়ানোর জন্য ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির সিমেন্ট উৎপাদন দৈনিক ১১ হাজার মেট্রিক টন। এটি বাড়িয়ে ১৯ হাজার ৪০০ মেট্রিক টন করা হবে। এর জন্য কারখানা চত্ত্বরে দৈনিক ৮ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ৬ষ্ঠ ইউনিট স্থাপন করা হবে।

আর এই ইউনিট স্থাপনে ৬০০ কোটি টাকা ব্যয় হবে। ২০২১ সালে নাগাদ এই ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে মনে করা হচ্ছে।

কোম্পানি বলছে, ক্রাউন সিমেন্টের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে এমআই সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৭ টাকা ৯৮ পয়সা।

আর প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৭ পয়সা।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির মোট শেয়ারের ৬৭.০৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৭.২৫ শতাংশ, বিদেশিদের কাছে রয়েছে দশমিক ৩১ শতাংশ এবং ১৫.৩৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

সান বিডি/এসকেএস