বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে খুলনা পাওয়ারের ১৭১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন টার্ন ওভারের শীর্ষে উঠে আসে। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা করে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন টার্ন ওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিবিএস কেবলসের ১৩২ কোটি ১২ লাখ ৫৭ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১২৬ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৮৫ কোটি ৯৩ লাখ ২৬ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৮২ কোটি ৯২ লাখ ৪৪ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৭৯ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার টাকার, সিঙ্গার বাংলাদেশের ৭৯ কোটি ৮ লাখ ৫৭ হাজার টাকার, একটিভ ফাইনের ৭৮ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৭৭ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকার এবং আলহাজ্ব টেক্সটাইলের সপ্তাহজুড়ে ৬৭ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস