সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির তালিকা বিমা খাতের দখলে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৯ ১১:৪৭:৫২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে শেয়ার দর বৃদ্ধির তালিকা ছিল বিমা খাতের দখলে। আলোচ্য সপ্তাহে গেইনার তালিকার ১০ কোম্পানির মধ্যে ৯টিই রয়েছে বিমা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে লেনদেন হওয়া ৩৪৮ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে অগ্রনি ইন্স্যুরেন্সের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫৩.৫৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৫৩.৪১ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৩৮.৮৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩২.৫৭ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৩১.০৩ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৩০.৮৬ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৬.৪৬ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২৩.০৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২২.১৫ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০.৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সান বিডি/এসকেএস