পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। ৩১ ডিসেম্বর,২০১৮ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে পুর্নমূল্যায়ন প্রতিবেদন তৈরী করেছে এম/এস. বাল্টিক কন্ট্রোল (বিডি) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্পদ পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির গুলশান-১ এবং হেড অফিসের জায়গার মূল্য হয়েছে ১৭২ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৭৫০ টাকা। আর এই সম্পদের বুক ভ্যালু হচ্ছে ১৩০ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার ৮২৪ টাকা। অর্থাৎ পুর্নমূল্যায়নের পর কোম্পানির সম্পদের মূল্য বেড়েছে ৪১ কোটি ৫০ লাখ ৫৩ হাজার ৯২৬ টাকা।
কোম্পানির পুর্নমূল্যায়নের পর এই উদ্বৃত্ত হিসাব ৩১ ডিসেম্বর,২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে হিসাব করা হবে।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৪৮ পয়সা।
আর ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ৭৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৪ টাকা ১৫ পয়সা।
সান বিডি/এসকেএস