খাতুনগঞ্জে চীনাবাদামের দাম মণে বেড়ে ৯২০ টাকা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-২০ ১১:৪৯:০০
চট্টগ্রামের খাতুনগঞ্জে চীনাবাদামের দাম বাড়তে শুরু করেছে।খোসাযুক্ত চীনাবাদামের দাম মণে (৩৭ দশমিক ৩২ কেজি) সর্বোচ্চ ৯২০ টাকা বেড়েছে। খোসাবিহীন অবস্থায় পণ্যটির দাম বেড়েছে মণে সর্বোচ্চ ৮৩০ টাকা।,
খাতুনগঞ্জের পাইকারি আড়তগুলো ঘুরে দেশে উৎপাদিত প্রতি মণ চীনাবাদাম (খোসা ছাড়া) মানভেদে ৪ হাজার ৪৫০ থেকে ৪ হাজার ৪৭০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দুই সপ্তাহ আগেও এসব চীনাবাদাম মণপ্রতি ৩ হাজার ৬২০ থেকে ৩ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে, দুই সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জ পাইকারি বাজারে খোসাছাড়া চীনাবাদামের দাম বেড়েছে মণে সর্বোচ্চ ৮৩০ টাকা।
এ বিষয়ে খাতুনগঞ্জের স্থানীয় ব্যবসায়ীরা সরবরাহ সংকটকে দায়ী করছেন।শীত মৌসুমে চাহিদা বাড়লেও দেশের চরাঞ্চলে উৎপাদন পর্যাপ্ত না হওয়ায় পাইকারি বাজারে চীনাবাদামের সরবরাহ কমে গেছে। এর জের ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্যটি।