ষষ্ঠ ইউনিট স্থাপন করে উৎপাদন বাড়াবে এমআই সিমেন্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২০ ১৩:১৩:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্টের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য মুন্সিগঞ্জের মোক্তারপুরে কোম্পানির ষষ্ঠ ইউনিট স্থাপন করা হবে। এই ইউনিট স্থাপনের ফলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা ১১ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৯ হাজার ৪০০ মেট্রিক টন হবে। অর্থাৎ প্রতিদিন কোম্পানিটির উৎপাদন ৮ হাজার ৪০০ মেট্রিক টন বৃদ্ধি পাবে।
কোস্পানিটির ষষ্ঠ ইউনিট স্থাপনে ৬০০ কোটি টাকা ব্যয় হবে। ২০২১ সালের জানুয়ারি মাসে কোম্পানিটির ষষ্ঠ ইউনিটে উৎপাদন শুরু হবে।
সান বিডি/এসকেএস