পুঁজিবাজারের তালিকাভুক্ত ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই- ডিসেম্বর) সময়ে ছয় মাসের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে। কোম্পানি সুত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র মতে ছয় মাসের কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমান ছিলো ৯৩ পয়সা। এ হিসেবে ইপিএস বেড়েছে ৩৬ পয়সা বা ৩৮. ৭০ শতাংশ।
এদিকে গত তিন মাসেও কোম্পানির ইপিয়েস বেড়েছে। অক্টোবর- ডিসেম্বর সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমান ছিলো ৫৪ পয়সা। এ হিসেবে ইপিয়েস বেড়েছে ৭ পয়সা বা ৯৯.৩৯ শতাংশ।
ইপিএস বাড়ার বিষয়ে কোম্পানির কাছে জানতে চাইলে, নাম প্রকাশে অনিচ্ছুক উর্ধ্বতন এক কর্মকর্তা সানবিডিকে বলেন, বিদেশীদের চাহিদার কারণে ব্যবসায়ী মৌসম না হওয়ার পরও আয় বেড়েছে।
সানবিডি/টিটি