পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেড কর্তৃপক্ষ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কোনো কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৩ ডিসেম্বর বিডি ফিন্যান্সের শেয়ার দর ছিল ১৬ টাকা ২০ পয়সা। ২০ জানুয়ারি ২০ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০ দশমিক ৬২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারদের ১৪.০২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৫ দশমিক ৩৬ শতাংশ।
কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ১৬ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
সান বিডি/এসকেএস