পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনার পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : সিলভা ফার্মাসিউটিক্যালস, কাশেম ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, শাহজিবাজার পাওয়ার, আরামিট সিমেন্ট, অলিম্পিক এক্সেসরিজ, বিডি সার্ভিসেস, রেনেটা, এসএস স্টিল, আনোয়ার গ্যালভানাজিং, জাহিনটেক্স এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
কোম্পানিগুলোর মধ্যে সিলভা ফার্মাসিউটিক্যালসের ২৮ জানুয়ারি বিকাল ৪টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের ৩০ জানুয়ারি বিকাল পৌনে ৩টায়, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের ২৬ জানুয়ারি বিকাল ৩টায়, শাহজিবাজার পাওয়ারের ২৭ জানুয়ারি বিকাল ৪টায়, আরামিট সিমেন্টের ৩০ জানুয়ারি বিকাল ৪টায়, অলিম্পিক এক্সেসরিজের ৩১ জানুয়ারি বিকাল ৩টায়, বিডি সার্ভিসেসের ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায়, রেনেটার ২৬ জানুয়ারি বিকাল দুপুর সাড়ে ১২টায়, এসএস স্টিলের ২৩ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায়, আনোয়ার গ্যালভানাজিংয়ের ২৯ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, জাহিনটেক্সের ৩০ জানুয়ারি বিকাল ৪টায় এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৪ জানুয়ারি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
সান বিডি/এসকেএস