
এবারের ঢাকাপর্বের প্রথম ম্যাচে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রাজশাহী কিংস।
মহাকাব্যিক সেঞ্চুরি তুলে নিলেন ইভানস। অনবদ্য ফিফটি হাঁকালেন ডেসকাট। দুজনের ব্যাটে লড়াকু পুঁজি পেল রাজশাহী। কুমিল্লাকে ১৭৭ রানের টার্গেট দিল মিরাজ বাহিনী।
একদিন বিরতির পর ফের মাঠে গড়িয়েছে বিপিএল। ঢাকা পর্বের দ্বিতীয় অংশে প্রথম ম্যাচে লড়ছে রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। টস জিতে প্রথমে বোলিং নিয়েছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। ফলে আগে ব্যাটিং করছে মেহেদী হাসান মিরাজরে রাজশাহী।
তবে সূচনাটা মোটেও ভালো হয়নি উত্তরবঙ্গের দলটির। শুরুতেই মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন শাহরিয়ার নাফীস। প্রাথমিক ঝাটকা কাটিয়ে ওঠার আগেই লিয়াম ডসনের বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন মিরাজ। সেই রেশ না কাটতেই তার দ্বিতীয় শিকারে মার্শাল আইয়ুব পরিণত হলে চাপে পড়ে রাজশাহী।
পরে রায়ান টেন ডেসকাটকে নিয়ে চাপ কাটিয়ে ওঠেন লরি ইভানস। প্রথমে ধীরে চলো নীতি গ্রহণ করেন তারা। ধীর-লয়ে হেঁটে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন। ক্রিজে সেট হলে ছোটান স্ট্রোকের ফুলঝুরি। তাতে দুরন্ত গতিতে এগোতে থাকে বরেন্দ্রভূমির দলটি। পথিমধ্যে ফিফটি তুলে নেন ইভানস।