পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের ৬ মাসের ইপিএস প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানির আয় আগের বছরের তুলনায় বেড়েছে ৩২ পয়সা বা ৯৯ শতাংশ।
কোম্পানির তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী (অক্টোবর-ডিসেম্বর) ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ইপিএস হয়েছে ২৩ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১৭ পয়সা।
আর ৬ মাসে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩২ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০ টাকা ৯৪ পয়সা।