শেয়ার বিক্রি শেষ হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামরুস সোবহানের।
ডিএসইকে দেওয়া ঘোষণা অনুযায়ী কোম্পানির উদ্যোক্তা পরিচালক পাবলিক মার্কেটে শেয়ার বিক্রি শেষ করেছে।
এর আগে গত ১৫ জানুয়ারি ১৬ লাখ বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়োছলো। তার কাছে কোম্পানির মোট ৩ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৮২২টি শেয়ার ছিলো।
এদিকে সোমবার ডিএসইতে কোম্পানির সর্বশেষ প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসইতে দেয়া তথ্য অনুযায়ী (জুলাই- ডিসেম্বর) সময়ে ছয় মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমান ছিলো ৯৩ পয়সা। এ হিসেবে ইপিএস বেড়েছে ৩৬ পয়সা বা ৩৮. ৭০ শতাংশ।
এদিকে গত তিন মাসেও কোম্পানির ইপিয়েস বেড়েছে। অক্টোবর- ডিসেম্বর সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমান ছিলো ৫৪ পয়সা। এ হিসেবে ইপিয়েস বেড়েছে ৭ পয়সা বা ৯৯.৩৯ শতাংশ।