সুজন দেবনাথ ওরফে আপন। এসএসসি পাসও করেনি। কিন্তু তিনি দিব্যি ডাক্তার পদবি ব্যবহার করে, বিশাল সাইন বোর্ড লাগিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন খোদ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায়। শুধু কী সুজন দেবনাথ, ডাক্তার না হয়েও চিকিৎসাসেবা দিচ্ছেন মোস্তফা কামাল ও প্রদীপকান্তি দাশ। শনিবার পাহাড়তলী এলাকায় এমনই তিন ডাক্তারের দেখা মিলেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, নামের পাশে নেই এমবিবিএস বা বিডিএস ডিগ্রি। রোগী টানতে শুধু রয়েছে ডাক্তার পদবি। আর ডাক্তার শব্দটি দেখেই পরম আশ্বাসে রোগীরা নিচ্ছেন চিকিৎসাসেবা। রোগীদের সঙ্গে এমন প্রতারণার অপরাধে অলঙ্কার মোড় ও সাগরিকা রোডের ১নং গলিতে অভিযান পরিচালনা করে সুজন দেবনাথ (আপন)সহ মোস্তফা কামাল ও প্রদীপকান্তি দাশ নামে তিন ভুয়া ডাক্তারকে আটক করা হয়। অনেকক্ষণ জিজ্ঞাসাবদের পর সুজন দেবনাথ স্বীকার করে সে এসএসসি পাসও করেনি। দুই মাস হল সে এ পেশায় এসেছে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ (২) ধারা অনুযায়ী সুজন দেবনাথকে ১ লাখ টাকা, মোস্তফা কামালকে ২০ হাজার টাকা ও প্রদীপকান্তি দাশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মুচলেকা নিয়ে ভ্রাম্যমাণ আদালত চেম্বার সিলগালা করে দেয়।
একই অভিযানে পাহাড়তলী এলাকার ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, ভারতীয় ওষুধ বিক্রি, সরকারি ওষুধ বিক্রি ও ফ্রিজে মাংসের সঙ্গে ওষুধ সংরক্ষণের অপরাধে জনতা ফার্মেসিকে ৫ হাজার টাকা, সৌদিয়া ফার্মেসিকে ১০ হাজার টাকা ও লোকনাথ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।