ব্লক মার্কেটে লেনদেন ৬ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২২ ১৫:৫৫:৪৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২টি কোম্পানির ৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লকে ১২ কোম্পানির ১০ লাখ ৬৯ হাজার ১২৬টি শেয়ার ১২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার গ্রামীণ ফোনের এবং ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ইস্টার্ন হাউজিংয়ের।
এছাড়া ব্র্যাক ব্যাংকের ১৪ লাখ ৫১ হাজার টাকার, ম্যাসকন্স স্পিনিংয়ের ২৫ লাখ ৮০ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৪৮ হাজার টাকার, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ১১ লাখ ৭০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৯ লাখ ৭৫ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫৩ লাখ টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৩৫ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৬৪ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস