
পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
কোম্পানি সূত্র মতে, ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ১৮) ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ১ টাকা ৯৯ পয়সা।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৮) ইপিএস হয়েছে ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে হয়েছিল ৭৫ পয়সা।
কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০টাকা ৭৫ পয়সা।