সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসএস স্টিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৬৮০ বারে ১৩ লাখ ২৭ হাজার ৬৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৩২৬ বারে ৩১ লাখ ২৪ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৯২ লাখ ৫৭ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক।এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৩৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ৯৫০ বারে ৩ কোটি ৭৯ লাখ ৬০ হাজার ৫২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার টাকা।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কে এন্ড কিউ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল ও জেএমআই সিরিঞ্জ।
সান বিডি/এসকেএস