বিডি অটো ও লিগাসির কারসাজিদের ৫ কোটি ১০ লাখ টাকা জরিমানা
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-২২ ২০:৪৭:০৫
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিডি অটোকার্স ও লিগাসি ফুটওয়্যারের শেয়ার কারসাজির প্রমাণ পেয়েছে বিএসইসির তদন্ত দল। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংশ্লিষ্টদের ৫ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে গত বছরের ১৫ আগস্ট কোম্পানিগুলোর লেনদেন স্থগিত করা হয়। প্রথম পর্যায়ে ৩০ কার্যদিবস এবং পরবর্তীতে আরও ১৫ কার্যদিবস লেনদেন স্থগিত থাকে। কোম্পানিগুলোর অস্বাভাবিক লেনদেনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলো বিএসইসি। একই সঙ্গে গঠন করা হয় তদন্ত কমিটি।
জরিমানা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটসকে ২ কোটি টাকা, মইনুল হক খান অ্যান্ড এসোসিয়েটসকে ১০ লাখ টাকা, মাহফুজ আলমকে ১ কোটি টাকা এবং আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটসকে ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টকে সতর্কপত্র ইস্যু করেছে।