ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজকে বিএসইসির দুই শর্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২২ ২০:৫৮:৩৪
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের বিষয় দুটি শর্ত আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এই শর্ত আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।
শর্ত দুটি হলো প্রথমটি সিএসই ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার হিসাবে লভ্যাংশ প্রদান সাময়িকভাবে স্থগিত রাখবে। দ্বিতীয়টি হলো আগামী ৪ মাসের মধ্যে উক্ত ঘাঁটতি সমন্বয় না হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর রেগুলেশন অনুযায়ী প্রাপ্য ফ্রি লিমিট সুবিধা স্থগিত থাকবে।
কমিশন সূত্র মতে, প্রতিষ্ঠানটির বিবরণীতে ৩ কোটি ৫৮ লাখ টাকা ঘাটতি পাওয়া গেছে। জুন ৩০, ২০১৭ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনে ঘাটতির তথ্য উঠে এসেছে। তাই বিএসইসি উক্ত ঘাটতির টাকা সমন্বয় করার জন্য প্রতিষ্ঠানটিকে ৪ মাস সময় দিয়েছে। প্রতিষ্ঠানটি ঘাটতি সমন্বয় না করা পর্যন্ত দুটি শর্ত কার্যকর থাকবে।