যে আইন ভঙ্গে ৫ কোটি ১০ লাখ টাকা জরিমানা করলো বিএসইসি
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-১৮ ১৪:৫০:২০
সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটস, মঈনুল হক খান অ্যান্ড এসোসিয়েটস, আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটস ও মাহফুজ আলমকে ৫ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশন সূত্র মতে, এর মধ্যে বিডি অটোকার্স এবং লিগাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির কারনে আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটসকে ২ কোটি টকা, মঈনুল হক খান অ্যান্ড এসোসিয়েটসকে ১০ লাখ টাকা, আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটসকে ২ কোটি টাকা ও মাহফুজ আলমকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
যে আইন ভঙ্গ:
বিডি অটোকারসের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখেছে আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটস, মঈনুল হক খান অ্যান্ড এসোসিয়েটস, আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটস ও মাহফুজ আলম। এছাড়া লিগ্যাসি ফুটওয়্যারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখেছে আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটস ও আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটস। এক্ষেত্রে তারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৭ (ই)(ভি) ভঙ্গ করেছে।
এদিকে আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটস কোম্পানি ২টির মোট শেয়ারের ১০ শতাংশের বেশি অধিগ্রহণের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(১) ভঙ্গ করেছে।
কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট : প্রতিষ্ঠানটি বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার লেনদেনে যথাযথ তদারকি না করে, বরং পরোক্ষভাবে সিরিজ লেনদেনে সহয়তার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৭ (ই)(ভি), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর আচরনবিধির (দ্বিতীয় তফসিল) ৬, ৭ ও ৮ ভঙ্গ করেছে।