শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় ইমতিয়াজ বুলবুল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২৩ ১১:৩০:২০
সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।
বুধবার (২৩ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মর্গ থেকে তার মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে।
সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয় পুলিশ বাহিনীর একটি চৌকস দল। এসময় শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। কিছুক্ষণ পরেই তার মরদেহ রাখা হয় অস্থায়ী মঞ্চে। এই মঞ্চেই তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত-গুণাগ্রাহীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর তার প্রথম জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখান থেকে বুলবুলের মরদেহ নেয়া হবে এফডিসিতে। এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।