বেড়েছে সূচক ও লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৩ ১৫:২৯:৩৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৫ হাজার ৯২৫ পয়েন্টে অবস্থান করছে। যা বিগত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৪৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩১টির।

ডিএসইতে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৫ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮৯০ কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২০৮ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর। আর ৪৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস