স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশে কোনো ধরপাকড় হচ্ছে না। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বোমাবাজ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারা লিপ্ত এদের গ্রেফতার করা হচ্ছে।
রোববার দুপুরে ইনস্টিটিউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বাংলাদেশ ঘোষিত গণপ্রকৌশল দিবসের র্যালিপূর্ব আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বোমাবাজদের প্রতি গোয়েন্দারা তৎপর রয়েছে। ব্লগার হত্যাকারী ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ঠিক এদেরই গ্রেফতার করা হচ্ছে। আমরা বিএনপি বা জামায়াতের কোনো কর্মী ধরছি না বা এদের বিরুদ্ধে কোনো বিশেষ অভিযান চালানো হচ্ছে না।
একজন ব্লগারের ওপর হামলার ঘটনায় আসামিদের ধরা হয়েছে। আরেকজন ব্লগার হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। ব্লগার হত্যাকারী মামলার বেশ অগ্রগতি হয়েছে। আমরা বসে নেই, আমরা দুষ্কৃতিদের বিরুদ্ধে লেগে আছি।
আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে র্যালিপূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সূচনা বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান।