ব্লক মার্কেটে লেনদেন ৭ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৩ ১৬:০২:০৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮টি কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ৮টি কোম্পানির ১৯ লাখ ৫১ হাজার ১৪১টি শেয়ার ১২ বার হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মাধ্যমে ব্লকে ৭ কোটি ৯৬ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। ব্যাংকটির ৪ কোটি ৬২ লাখ টাকার ১২ লাখ শেয়ার ১ বার হাত বদল হয়েছে। এদিন দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১৭ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ৯৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের।

এছাড়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২৪ লাখ ৭০ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১০ লাখ ৪৪ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৬ লাখ ২৭ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৫ লাখ ১ হাজার টাকার এবং এমএল ডাইংয়ের ৭১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস