বীমার প্রচারে নতুন পণ্য আনতে হবে: শফিকুর রহমান পাটোয়ারী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৩ ১৯:২৯:৩৫

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী বলেছেন, দেশের বীমা খান নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। এই ধারনা থেকে বের করার জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা পেলে ২০১৯ সালের মধ্যেই বীমাখাতে অনৈতিক চর্চা বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। এসময় উপস্থিত ছিলেন আইডিআরএ বিভিন্ন পর্যায়ের কর্মকর্ত ও বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা।
শফিকুর রহমান পাটোয়ারী বলেন, বীমা শিল্পকে গতিশীল করতে সকলকে আস্থার সম্পর্ক তৈরি করতে হবে। অনৈতিক চর্চার পরিবেশ সৃষ্টি করা যাবে না। কাজেই বীমার প্রচারে সব কোম্পানিকে এগিয়ে আসতে হবে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমা কোম্পানির প্রতি দেশের মানুষের এখনও অনীহা ও নেতিবাচক ধারণা আছে। তারা জানে না বীমা কী নিয়ে কাজ করে। তারা জানে বীমার টাকা পাওয়া যায় না। বীমার প্রতি মানুষের ইতিবাচক ধারণা তৈরিতে বীমার প্রচার ও প্রসার ঘটাতে হবে।
বীমার উন্নয়নে নতুন নতুন প্রডাক্ট চালু করতে হবে জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বীমার অবদান খুবই সামান্য। সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে দেশের জিডিপিতে বীমার অবদান বাড়ানো সম্ভব। এজন্য সকলকেই বীমা নীতি মেনে চলতে হবে।
বাংলাদেশে নভেম্বরে অনুষ্ঠিতব্য ১৫তম আন্তর্জাতিক মাইক্রো-ইন্স্যুরেন্স কনফারেন্সের বিষয়ে তিনি বলেন. মাইক্রো-ইন্স্যুরেন্স কনফারেন্সে দেশি বিদেশি অংশগ্রহণকারীদের মাধ্যমে দেশের ভাবমূর্তি বাড়বে এবং এটি বীমা শিল্পে প্রবৃদ্ধি বাড়াতে সহযোগিতা করবে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











