ইইউর গম রফতানি কমানোর পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২৪ ১১:৩৭:১০


চলতি মৌসুম শেষে ইইউভুক্ত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে সম্মিলিতভাবে ২ কোটি ৩০ লাখ টন গম রফতানি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইসি, যা আগের মৌসুমের তুলনায় ১ দশমিক ২৫ শতাংশ কম।

এদিকে যব উৎপাদনকারীদের বৈশ্বিক তালিকায় ইইউভুক্ত দেশগুলোর সম্মিলিত অবস্থান বিশ্বে প্রথম হলেও কৃষিপণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় এসব দেশ সম্মিলিতভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। চলতি মৌসুমের প্রথম ২০৫ দিনে ইইউভুক্ত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে যব রফতানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ১ শতাংশ কমে ২৭ লাখ ৭০ হাজার টনে দাঁড়িয়েছে। ২০১৭-১৮ মৌসুমের ১ জুলাই থেকে ২১ জানুয়ারি ইইউভুক্ত দেশগুলো থেকে ২৭ লাখ ৯০ হাজার টন যব রফতানি হয়েছিল।