দিন দিন কমে আসছে মানুষের আয়ু। অল্প আয়ুতেই পরপারের টিকিট কাটতে হবে এই আশঙ্কাতে আমরা মগ্ন হয়ে পড়ি ভোগ বিলাশে। গাড়ি, বাড়ি ও নারীতে মেতে স্বল্প আয়ুকে করে রাখতে চাই রঙিন। কিন্তু শুধু ভোগে নয়, ত্যাগেও মিলে যেতে পারে বেশিদিন বাঁচার টিকিট। বুঝতে পারছেন না, তাইতো? তবে খোলসা করেই বলি। যৌনতা কমালেই বাড়বে আপনার আয়ু। বাঁচতে পারবেন একশ বছরেরও বেশি।
সাক্ষাৎ ‘দেবদূত’ হিসাবে অমরত্বের এমন ফরমুলা নিয়ে হাজির হয়েছেন জরা প্রতিরোধক গবেষণা দলের প্রধান অ্যালেক্স জাভারনকভ। ব্রিটিশ চিন্তাবিদ ও গবেষক জাভারনকভের মতে, ‘একমাত্র যৌন অভ্যাস বদলালেই আপনি ১৫০ বছর অবধি বাঁচতে পারবেন। নিজের ‘The Ageless Generation’ বইতে অ্যালেক্স জাভারনকভ দাবি করেছেন, ‘যৌনতায় মাতলেই কমে শারীরিক ক্ষমতা। ফলে সহজেই বুড়িয়ে যায় মানুষ। নিজের উদাহরণ টেনে তাঁর যুক্তি, “আমি কালেভদ্রে একবার যৌনতায় অংশ নিই। এখন আমার ৩৬ বছর বয়স। আশা করি হেসে খেলে ১৫০ বছর কাটিয়ে দেব।”
একা অ্যালেক্স জাভারনকভই নয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও গত বছর জানায়, আজকের মানুষের একশো বছর বেঁচে থাকা কোনও ব্যাপার নয়। হু-র ডিরেক্টর জেনারেল ডক্টর মারগারেট চ্যান বলেন, “আগামীদিনে এমন সময় আসছে যখন স্বাভাবিকভাবেই মানুষ ১০০ বছর বেঁচে থাকবে।”
অমরত্বের লোভে মাথা কুটে মরছে মানুষ সেই সভ্যতার জন্মলগ্ন থেকে। প্রাচীনকালের রাজা-মহারাজা, ফারাও, সম্রাট থেকে শুরু করে এক নায়ক হিটলার থেকে কিম জং উন পর্যন্ত অমরত্বের পাগলামিতে আক্রান্ত। তারা হতাশ হলেও আপনার অমরত্ব পাওয়ার সম্ভাবনা প্রচুর। খালি দৈনিক যৌনতা কমাতে হবে আপনাকে। তাহলে সিদ্ধান্ত নিন, যৌনসুখে মাতবেন নাকি জীবনসুখে গা ভাসাবেন!
সানবিডি/ঢাকা/রাআ