প্রত্যেক নারী ফুটবলার পেলেন ১০ লাখ টাকা করে
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৪ ১৮:১৯:৩৫

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ ২০১৮তে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। অনবদ্য এই অর্জনের স্বীকৃতিস্বরূপ অনূর্ধ্ব-১৮ নারী দলের আরও ১০ খেলোয়াড় ও ১ কর্মকর্তাকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার(২৪ জানুয়ারী) নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ওই ১১ জনের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন। ১০ খেলোয়াড় প্রত্যেকে পেয়েছেন ১০ লাখ টাকা করে এবং কর্মকর্তা পেয়েছেন ৫ লাখ টাকা।
পুরস্কারপ্রাপ্ত নারী ফুটবলাররা হলেন রুকসানা বেগম, বেগম মারজিয়া, সানজিদা আক্তার, মোসাম্মৎ ইসরাত জাহান স্বপনা, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, শিউলি আজিম, মোসাম্মৎ ইসরাত জাহান রত্মা, মোসাম্মৎ রাজিয়া খাতুন ও মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ।
এর আগে গেল ১১ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপজয়ী অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেন শেখ হাসিনা। ওই সময় নারী দলের ৩০ সদস্যের ১৯ জনকে পুরস্কৃত করেন তিনি। বাকি ১০ খেলোয়াড় ও ১ কর্মকর্তাকে এদিন পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












