নকশীকাঁথা ব্যান্ডের এক যুগ পূর্তি কাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২৪ ২০:১১:২৮


নকশীকাঁথা ব্যান্ডের ১২ বছর পূর্ণ হচ্ছে কাল ২৫ জানুয়ারি। দেশের বিভিন্ন অঞ্চলের লোকগান বিশ্বের দরবারে এবং বিশ্বের নানান দেশের লোকগান এ দেশের দর্শক- শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে ২০০৭ সালের ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নকশীকাঁথা। সেই থেকে দেশের প্রায় সব অঞ্চলের বহু লোক গান সংগ্রহ করে সেগুলো এ সময়ের উপযোগী করে মঞ্চ ও টেলিভিশনে পরিবেশন করছেন এই ব্যান্ডের সদস্যরা।

ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ প্রকাশিত হয় ২০০৮ সালে। ওই অ্যালবামের ‘ভোরের শিশির’, হাটের গোলমাল, নজর রাখিস, ভালোবাসার গান ও একশ বছর  শিরোনামে গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। ২০১৬ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’। এই অ্যালবামের নয়া বাড়ি, চোর, সাত আসমান, তুকে লিয়ে শিরোনামে গানগুলো দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। গত বছর নভেম্বরে আর্মি স্টেডিয়ামে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে গান পরিবেশন করে নকশীকাঁথা।

১২ বছর পূর্তি উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য একটি সুখবর দিতে চায় নকশীকাঁথা। তাদের তত্ত্বাবধানে আগামী মাসেই রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরে চালু হচ্ছে ব্যাটেলফিল্ড স্কুল অব পারফর্মিং আর্টস নামে ব্যতিক্রমী একটি মিউজিক স্কুল। ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী বলেন, ‘আমাদের স্কুলটি ব্যতিক্রম এ কারণে যে, এখানে শিক্ষার্থী গান বা কোনো ইনস্ট্রুমেন্ট শেখার জন্য তার মতো করে সময় নির্ধারণ করতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো শিক্ষার্থী যদি মনে করেন তিনি বুধবার রাত ১১ টায় গিটার শিখবেন। সেটি এখানে সম্ভব। শুধু তাকে ৪/৫ জনের একটি দল নিয়ে আসতে হবে, বা এখানে এসেও তারা দলবদ্ধ হতে পারবেন।’

আজ রাত ১১ টায় যমুনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ছুটির রাতে লাইভ’- এ থাকছে নকশীকাঁথা ব্যান্ড।

সানবিডি/এনজে