জিরোনাকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৫ ১৪:২৩:০৯


স্প্যানিশ কোপাদেলরের কোর্য়াটার ফাইনালের প্রথম লেগে জিরোনাকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল।জোড়া গোল করেছেন রামোস।

শুক্রবার রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম থেকেই একক আধিপত্য দেখিয়েছে রিয়াল। তবে ৭ মিনিটের মাথায় গোল খেয়ে বসে স্বাগতিক শিবির।

১৮ মিনিটেই সেই গোল শোধ করে রিয়ালকে প্রথম সাফল্য এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার লুকাস ভাজকুয়েজ। একের পর এক গোল পোষ্টে শট করতে থাকেন দলটি ফুটবলাররা।

বিরতির আগে ৪২ মিনিটের সময় পেনাল্টি পায় লাস ব্লাঙ্কোসরা। সেই সুযোগে ম্যাচে  দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল আদায় করে নেন সার্জিও রামোস।

বিরতি থেকে ফিরে ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় জিরোনাও।

২-২ গোলের সমতায় আসলে আক্রমণের ধার বাড়ায় বর্তমান চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলটি। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রিয়াল দলপতি রামোস।

জিরোনার জালে শেষ পেরেকটি ঠুকেন করিম বেনজেমা। ৮০ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ভিনিসিয়াস জুনিয়রের দারুণ পাসে গোলটি করেন ফ্রেঞ্চ এই ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত প্রথম লেগে ৪-২ এগিয়ে থেকে দ্বিতীয় লেগের প্রস্তুতি নেবে সান্তিয়াগো সোলারির শিষ্যরা।