আগামী বছর এপ্রিল থেকে ভারতে গাড়ির নতুন জ্বালানি বিধি বিএস-সিক্স কার্যকর হলে পথচলা শেষ হবে রতন টাটার স্বপ্নের গাড়ি ন্যানো’র। বৃহস্পতিবার সংস্থার যাত্রিবাহী গাড়ি বিভাগের প্রেসিডেন্ট মায়াঙ্ক পারিক ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানান, ২০২০ সালের এপ্রিল থেকে ন্যানোর উৎপাদন এবং বিক্রি দুই বন্ধ করে দেয়া হবে।
ন্যানোকে বিএস-সিক্স মানে উন্নীত করার কোনো পরিকল্পনাও নেই টাটা মোটরস কর্তৃপক্ষের।
পারিক বলেন, ‘গুজরাটের সানন্দে আমাদের কারখানায় ন্যানো তৈরি করা হয়। জানুয়ারিতে গাড়ি নিয়ে নয়া সুরক্ষা বিধি প্রণয়ন করেছে সরকার। এপ্রিলে আরও কিছু নতুন সুরক্ষা বিধি আসবে। সেই মতো অক্টোবরেই বেশ কিছু নতুন সুরক্ষা বিধি প্রণয়ন করবে কেন্দ্র।
২০২০ সালের এপ্রিলে বিএস-সিক্স নিয়ম প্রযোজ্য হবে। আর সমস্ত গাড়িকেই বিএস-সিক্স নিয়মে উন্নীত করা নাও হতে পারে। আমরা সমস্ত গাড়িকে বিএস-সিক্স মানকে উন্নীত করার জন্য বিনিয়োগ নাও করতে পারি এবং ন্যানো তাদের মধ্যে অন্যতম।’
২০০৯ সালে ভারতে প্রাথমিক ১ লাখ টাকায় এই ন্যানো গাড়ি উন্মোচিত হয়েছিল।