ডিএসইতে লেনদেন কমেছে ৮.৪২ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৫ ১৫:৪৬:২৪
বিদায়ী সপ্তাহে উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারে লেনদেন। উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৮ দশমিক ৪২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৮২৭ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ২৭১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৪৩ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ৬১৭ টাকা বা ৮.৪২ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৭১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৮৮৮ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৯৬৫ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার ২৫৪ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৭৭৭ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৮৮ কোটি ৭৮ লাখ ৭২ হাজার ৫২৩ টাকা কম হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৪ পয়েন্ট বা ২.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১পয়েন্ট বা ০.৯০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট বা ১.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২১ ও ২০৪৯ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে মোট ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ১৯৬টির দর বেড়েছে, দর কমেছে ১৩৬টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ১৬টির।
বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০৭ পয়েন্ট বা ২.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২৪৬ পয়েন্ট বা ২.২৭ শতাংশ, সিএসই-৫০ সূচক ৪২ পয়েন্ট বা ৩.২৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ২২৮ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ এবং সিএসআই ১৪ পয়েন্ট বা ১.২০ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৩৬ পয়েন্ট, ১ হাজার ৩৩৮ পয়েন্ট, ১৫ হাজার ৭৭৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭০ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২০৬ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ৭১৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২৯ কোটি ৬ লাখ ১৯ হাজার ৬৯৯ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২২ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯৮৫ টাকা বা ৯.৬৫ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯টির।
সান বিডি/এসকেএস