চলতি বছর শেষে ফিলিপাইনে সর্বোচ্চ ১২ লাখ টন চাল আমদানি হতে পারে। দেশটির রাষ্ট্রায়ত্ত গ্রেইন এজেন্সি ন্যাশনাল ফুড অথরিটির (এনএফএ) এক বিবৃতিতে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর এগ্রিমানি।
ফিলিপাইন বিশ্বের সপ্তম শীর্ষ চাল উৎপাদনকারী দেশ হলেও বাড়তি অভ্যন্তরীণ চাহিদার কারণে প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে দেশটিতে খাদ্যপণ্যটির উল্লেখযোগ্য পরিমাণ আমদানি হয়। চাল আমদানিকারকদের বৈশ্বিক তালিকায় ফিলিপাইন চতুর্থ শীর্ষ অবস্থানে রয়েছে। বিবৃতি অনুযায়ী, ২০১৮ সাল শেষে ফিলিপাইনের ১৮০ আমদানিকারক প্রতিষ্ঠান ১১ লাখ ৮৬ লাখ টন ৫ শতাংশ কিংবা ২৫ শতাংশ ভাঙা চাল আমদানি করতে পারবে। আগের বছর দেশটিতে রেকর্ড পরিমাণ চাল আমদানি হলেও এবার খাদ্যপণ্যটির বাম্পার ফলন হয়েছে। এর জের ধরে বছর শেষে ফিলিপাইনে চালের আমদানি কমতে পারে।