সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে নর্দার্ণ জুট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৬ ১২:০৭:৫৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর পতন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। এ ফান্ডটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩.৯৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৬৯ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৩০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া পতন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, এসএস স্টিল, আল-হাজ্ব টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ,সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড।
সান বিডি/এসকেএস