বিবিএস ক্যাবলসের জমি কেনার সিদ্ধান্ত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৭ ১১:৩২:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলসের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০.৮৬ কাঠা জমি কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি প্রায় সাড়ে ৭ কোটি টাকার জমি কিনবে। এই জমি বসুন্ধরা বারিধারা প্রকল্পের অর্ন্তভুক্ত। এখানে কোম্পানির শাখা অফিস করবে।

প্রসঙ্গত, বিবিএস ক্যাবলস ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০১৮ শেষে কোম্পানির সমন্বিত শেয়ার প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ৩৭ পয়সা।

সান বিডি/এসকেএস