পেঁয়াজের দাম কেজিতে ৪ টাকা বাড়ল হিলি স্থলবন্দরে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২৭ ১২:৩২:২৮

পেঁয়াজের দাম কেজিতে ৪ টাকা বাড়ল দিনাজপুরের হিলি স্থলবন্দরে। স্থানীয় বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ মানভেদে ৮-১২ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহান্তে পণ্যটির দাম বেড়েছে কেজিতে সর্বোচ্চ ৪ টাকা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি আগের তুলনায় কিছুটা শ্লথ হয়ে আসায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা।
গতকাল হিলি স্থলবন্দরের পাইকারি আড়তগুলো ঘুরে ভারতের নাসিক, ইন্দোর, গোলাপবাগ থেকে আমদানি করা পেঁয়াজ সবচেয়ে বেশি বিক্রি হতে দেখা যায়। এদিন পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) আমদানি করা এসব পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ৮-১২ টাকায় বিক্রি হয়। এক সপ্তাহ আগেও আমদানি করা এসব পেঁয়াজ কেজিপ্রতি ৬-৮ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে হিলির পাইকারি বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজের দাম সর্বোচ্চ ৪ টাকা বেড়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে এসব পেঁয়াজ কেজিপ্রতি ১২ টাকার সামান্য বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দেশে উৎপাদিত প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬-২০ টাকায়।
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আগের তুলনায় শ্লথ হয়ে এসেছে। স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকেও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ৩৫-৪৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল। বর্তমানে এর পরিমাণ দৈনিক ১৫-২৫ ট্রাকে নেমে এসেছে। আমদানি কমে আসার জের ধরে হিলিতে সরবরাহ কমায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
স্থানীয় আমদানিকারক বাবলুর রহমান বলেন, বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় দেশীয় আমদানিকারকরা আর্থিক লোকসান এড়াতে ভারত থেকে পণ্যটির আমদানি কমিয়ে দিয়েছেন। এর প্রভাব পড়েছে পেঁয়াজের পাইকারি বাজারে। সাময়িক সরবরাহ সংকট থেকে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে। আগামী দিনগুলোয় আমদানি না বাড়ানো গেলে পেঁয়াজের দাম বাড়তি থাকতে পারে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













