শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন হাউজিং

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৭ ১৫:৫৩:৩৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর বৃহস্পতিবার ছিল ৫৬ টাকায়। রবিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৬১.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের ১০ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৪৫ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯.৩৩ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.১৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯.০২ শতাংশ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার দর ৮.৯৫ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস