সংবাদের সত্যতা সম্পর্কে সতর্ক করবে এজ ব্রাউজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৭ ১৭:০৯:৩৩


বিভিন্ন ওয়েবসাইটে থাকা ভুয়া সংবাদ প্রতিরোধ ও  তথ্যের সত্যতা যাচাই করতে কাজ করবে ‘এজ’ ব্রাউজার। এছাড়া সাইটটির কার্যক্রম ও গ্রহণযোগ্যতা কেমন তাও জানাবে।

যে কোন তথ্য বা সংবাদের সত্যতা সম্পর্কে ওয়েবসাইটটির গ্রহণযোগ্যতা বিষয়ে স্ক্রিনের ডান দিকে ফলাফলও দেখাবে। ফলে যতই বিশ্বাসযোগ্যভাবে লেখা হোক না কেন, ব্যবহারকারীরা নিজেরাই সাইটটিতে প্রকাশিত সংবাদ সম্পর্কে অগ্রিম ধারণা পাবে। ভুয়া সংবাদের হাত থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের রক্ষা করতেই এ উদ্যোগ।

এ জন্য সংবাদ পর্যালোচনা প্রতিষ্ঠান ‘নিউজগার্ড’-এর সঙ্গে চুক্তি করেছে । চুক্তি মতে, ‘এজ’ ব্রাউজারের মাধ্যমে কোনো সংবাদভিত্তিক ওয়েবসাইটে প্রবেশ করার সময়ই সাইটটিতে থাকা সংবাদের সত্যতা যাচাই করে ব্যবহারকারীদের জানানো হবে।

উল্লেখ্য, ওয়েবসাইট চালুর সময়ই স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন ব্লক করে থাকে ব্রাউজারটি।