গলফ অয়েল বিডির ৪৯% শেয়ার কিনে নিলো ইফাদ অটোস

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৮ ১১:১১:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেড বহুজাতিক কোম্পানি গলফ অয়েল বাংলাদেশ লিমটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। এর মাধ্যমে লুব্রিকেন্টস ব্যবসা নাম লিখলো ইফাদ গ্রুপ। এই জন্য কোম্পানিটিকে দিতে হয়েছে ১১ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক কোম্পানি গলফ অয়েল ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গলফ অয়েল বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ৪৯ শতাংশের মালিকানা নিয়েছে ইফাদ অটোস। আর কোম্পানির ৫১ শতাংশের মালিকানা রয়েছে গালফ অয়েল ইন্টারন্যাশনালের কাছে। ইতোমধ্যে কোম্পানিটি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি (আরজেএসসি) এই বিষয়টি অনুমোদন দিয়েছে।

এর আগে ৪৯ শতাংশের মালিকানা ছিল গালফ অয়েল বেনেলাক্স বি.ভি নেদারল্যাল্ডসের কাছে।

গলফ অয়েল ইন্টারন্যাশনালের ব্যবসা এখন ৭৩টি দেশে। এ থেকে সামনের বছরে ৪ কোটি ৩৬ লাখ টাকা সামগ্রিক মুনাফা আসতে পারে বলে আশা করা হচ্ছে। এই বিনিয়োগে ইফাদের নিজস্ব ফান্ড ব্যবহার করা হবে।