গ্রামীণফোনের নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৮ ১১:০৫:৩৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এর আগে কোম্পানিটি ১২৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। তাই সব মিলে আলোচ্য বছরে কোম্পানিটি ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ টাকা ০৪ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৩৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৭ ফেব্রুয়ারি।

সান বিডি/এসকেএস