নগদ লভ্যাংশ পাঠিয়েছে স্কয়ার গ্রুপের দুই কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৮ ১৩:৫৫:৪৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার গ্রুপের ২ কোম্পানি৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের পাঠিয়েছে । কোম্পানিগুলো হলো- ঔষধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মাসিটিক্যালস এবং বস্ত্র খাতের স্কয়ার টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিগুলোর ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস:
কোম্পানিটি ৩০ জুন, ২০১৮সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ৪৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।এর মধ্যে ৩৬ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে।
স্কয়ার টেক্সটাইল:
কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।এর মধ্যে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে।
সান বিডি/এসকেএস