কমেছে সূচক ও লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৮ ১৫:২২:০৮


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। একই সঙ্গে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৪৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৪৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, দর কমেছে ২১৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৭টির।

ডিএসইতে ১ হাজার ৯ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮৯ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৮ কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৪৪ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। আর ৩৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস