ব্লক মার্কেটে লেনদেন ১৩ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৮ ১৬:০৩:১৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩ কোম্পানির ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২০ লাখ ৫৩ হাজার ৮৬৫টি শেয়ার ২০ বার হাত বদল হয়েছে। এসব শেয়ারের মূল্য দাঁড়ায় ১৩ কোটি ২০ লাখ ৯৬ হাজার টাকা।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৪ কোটি ১২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৪১ লাখ ৫০ হাজার টাকার, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ২৭ লাখ টাকার, আইডিএলসি ফাইন্যান্সের ৭৬ লাখ ৫০ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ১ কোটি ১০ লাখ টাকার, এমএল ডাইংয়ের ৬২ লাখ ৬৪ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমের ৩৩ লাখ ৪২ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ লাখ ৭৮ হাজার টাকার, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৬৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৭ লাখ ৯৬ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ১৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস