শেয়ার দর পতনের শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৮ ১৬:৩২:০৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৪১.৭০ টাকা। যা আজ লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৭.৬০ টাকায়। এ হিসাবে শেয়ার দর কমেছে ৪.১০ টাকা বা ৯.৮৩ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
সোমবার দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৮২ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯.৭৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৩৭ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৯.২০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.১৭ শতাংশ, নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৫৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ৮.৪৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮.৩৮ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.২৭ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস