লুব্রিকেন্ট শিল্পে ৩য় অবস্থানে যেতে চায় ইফাদের গলফ অয়েল

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৮ ১৭:৫৭:৫১


পুঁজিবাজারের তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটের সহযোগী  প্রতিষ্ঠান গালফ অয়েল ইন্টারন্যাশনাল লুব্রিকেন্ট ব্যবসায় আধিপত্ত বিস্তার করতে চায়। এই জন্য আগামী চার বছরে যৌথ এই কোম্পানিটি এই খাতে তৃতীয় অবস্থানে যেতে চায়।

যৌথ কোম্পানির প্রথম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ সভা। আজ  রাজধানির একটি হোটেলে গালফ অয়েল ইন্টারন্যাশনাল-ইফাদ অটোস যৌথ কোম্পানীর প্রথম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান রবি চাওলা এবং অন্যান্য পরিচালকগন, ইফাদ অটোস এর ব্যাবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ এ সময় উপস্হিত ছিলেন।

ইফাদ গ্রুপ এর ব্যাবস্থাপনা পরিচালক তানভির আহমেদকে জয়েন্ট ভেনচার কোম্পানীটির নতুন চেয়ারম্যান হিসেবে সভাতে নির্ধারণ করা হয়। সভায় বাংলাদেশের প্রবৃদ্ধির সাথে সামন্জস্য রেখে এই যৌথ প্রতিষ্ঠানটিকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।নতুন বছরের জন্য একটি চ্যালেঞ্জিং প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়, যাতে ৪ বছরে দেশের লুব্রিকেন্ট শিল্পের ৩য় অবস্থানে নিয়ে আসা যায়। সভায় আগামি ১৮ মাসের মধ্যে একটি ম্যানুফ্যাকচারিং পরিকল্পনা বাস্তবায়ণ এর লক্ষ্য নেয়া হয়।