আইসিবিএএমসিএল পেনসন ফান্ডের অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৯ ২০:২২:০৩


অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে আইসিবিএএমসিএল পেনসন ফান্ডের ট্রাস্টি। আজ মঙ্গলবার ট্রাস্টি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইসিবি অ্যাসেটের সূত্র মতে, ২০১২-২০১৯ অর্থ বছরের প্রথম আর্ধের জন্য ইউনিট প্রতি ৫ টাকা লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এই ফান্ডের প্রতিটি ইউনিটের দাম ১০০ টাকা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাদের কাছে গত ৩১ ডিসেম্বর ফান্ডের ইউনিট ছিলো, তারাই লভ্যাংশের জন্য বিবেচিত হবেন। অণ্যদিকে আবেদন ফরমে যাদের ব্যাংক হিসাব নেই, তাদেরকে আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালিন সময়ে ব্যাংক হিসাব জমা দেয়ার জন্য বলা হয়েছে।