পূর্বাচলে জমি পেয়েছে আইসিএমএবি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৯ ২৩:০১:৪০
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ঢাকার পূর্বাচলে সরকার থেকে জমি বারাদ্দ পেয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি চিঠি আইসিএমএবিকে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
জানা গেছে, পূর্বাচল নতুন শহর এলাকায় প্রতিষ্ঠানটির নামে ৩০ দশমিক ২৬ কাঠা জমি দিয়েছে সরকার। প্রতি কাঠা জমির মূল্য ধরা হয়েছে পনের লাখ টাকা। জমির মূল্য বাবদ প্রতিষ্ঠানটিকে পরিশোধ করতে হবে ১ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকা।
সূত্র মতে, জমির প্রথম কিস্তি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। প্রথম কিস্তি দেওয়ার পর প্লাট নাম্বার, রোড নাম্বার ও সেক্টর নাম্বার উল্লেখসহকারে চুড়ান্ত বরাদ্দ দেওয়া হবে।
আইসিএমএবি সূত্র জানা গেছে, সরকার থেকে বরাদ্দ পাওয়া জমিতে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ক্যাম্পাস করা হবে। তবে এটি হবে শহরটি পুরোপুরি প্রস্তুত হওয়ার পর।
এবিষয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সানবিডিকে বলেন, সরকার থেকে বরাদ্দ পাওয়া জমিতে আমরা দ্বিতীয় ক্যাম্পাস করবো।
তিনি বলেন, এক সময় পূর্বাচল হবে অন্যতম একটি শহর। সেখানে অনেক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস করার পরিকল্পনা করেছে। আমরাও ওই রকম চিন্তা করছি।